দামুড়হুদায় ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি উদ্বোধন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৫-১১বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মন্ত্রণালয়ের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে দামুড়হুদা উপজেলার চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকি সালাম, সহকারী শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, সেলিম রেজা, উপজেলা স্যানেটারি পরিদর্শক জামাত আলীসহ চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ ও টিকাদান কর্মসূচিতে দায়িত্বরত সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ বলেন, দামুড়হুদা উপজেলার ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪১হাজার ৩৪৫জন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে কোভিড-১৯এর টিকাদান করা হবে। ১ম রাউন্ড চলবে আগামী ১১নভেম্বর পর্যন্ত। ২য় রাউন্ড শুরু হবে ৮সপ্তাহ পর। ১ম দিনে চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬০জন শিক্ষার্থীকে কোভিড-১৯এর টিকাদান করা হয়েছে।

Comments (0)
Add Comment