দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাংলাদেশ রেলওয়ের জমির গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে কেটে ফেলা গাছের ডাল জব্দ করেছে দামুড়হুদা উপজেলা বন বিভাগ। গত পরশু সোমবার উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে ওই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন-ছোট দুধপাতিলা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আনছার আলি, তার ছেলে লোকমান আলি ও জামিরুল ইসলামের বিরুদ্ধে। উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে সরকারি গাছ কাটার বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ বিষয়টি বন বিভাগকে জানালে ঘটনাস্থলে যান বন কর্মকর্তারা। তাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তরা। পরে বন বিভাগ গাছের ডালগুলো জব্দ করে বন বিভাগের অফিসে নিয়ে আসেন। তিনি আরও জানান, যাচাই বাছায়ের পর গাছগুলি রেলওয়ের জমির বলে নিশ্চিত হওয়া গেছে। পরে তিনি রেলওয়ে কর্মকর্তাদের অবহিত করেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রেলওয়ে মামলা করবে বলে জানিয়েছেন তিনি।