স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক ছানা ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় আব্দুর রাজ্জাককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর উপজেলার হাতিভাংগা গ্রামের মৃত আলী বক্সের ছেলে। তিনি ছানা ব্যবসায়ী ছিলেন। এছাড়া তিনি তিন সন্তানের জনক ছিলেন। এর আগে, মঙ্গলবার রাত ৭টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে যাত্রীবাহী লেগুনার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় আব্দুর রাজ্জাককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন বলে জেনেছি। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ দেননি। ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সদর থানা পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।