দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রাস্তা পারাপারের সময় আব্দুল জব্বার (৬০) নামের এক পাখি ভ্যানচালক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের দেউলী মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার দামুড়হুদা সদর ইউনিয়নের দেওলী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দেওলী মোড়ে মিঠুর চায়ের দোকানের পাশে প্যাখি ভ্যান রেখে অন্ধকারের মধ্যে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ আব্দুল জব্বার। এ সময় একটি মোটরসাইকেল বৃদ্ধকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থলে আমি এসেছি। পরে বিস্তারিত তথ্য নিয়ে জানাব।
তিনি আরও বলেন, স্থানীয়দের দাবি, মোটরসাইকেলে দুজন ছিলেন। তারা ছিটকে রাস্তায় পড়েছিলেন। এরমধ্যে একজন আহত হয়েছেন বলে জানান তারা। তবে আহত ব্যক্তিকে কোন হাসপাতালে নিয়ে এ তথ্য এখনো নিশ্চিত হতে পারেনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, আমরা বৃদ্ধ আব্দুল জব্বারকে মৃত অবস্থায় পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।