দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস। এলাকায় প্রায় ৫০টি বাচ্চা গরুর মৃত্যু হয়েছে। দিশেহারা হয়ে পড়েছে গরু চাষিরা। এই ভাইরাস প্রতিরোধে পশু চিকিৎসকরা ভ্যাকসিন দিয়েও নিয়ন্ত্রণে আনতে পারছেন না। রোগটি মশা বা মাছির মাধ্যমে আক্রান্ত পশু থেকে সুস্থ পশুর শরীরে ছড়াচ্ছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়া, জয়রামপুর, পুড়াপাড়া, নতিপোতা, কার্পাসডাঙ্গা হেমায়েতপুরসহ উপজেলার বিভিন্ন গ্রামে এই ভাইরাজজনিত রোগ মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। এতে প্রায় অর্ধশত গরু মারা গেছে। ক্ষুরা রোগের চেয়েও লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) মারাত্মক ভাইরাস। তবে এই ভাইরাসে বেশির ভাগ বাচ্চা গরু মারা যায়। বড়গরুগুলো আক্রান্ত হলে চিকিৎসা দিলে সেরে উঠছে। দামুড়হুদা দশমীপাড়ার মৃত আজিজুল হকের ছেলে বিশারত আলী বলেন, আমার একটি ৭ মাসের বকন বাছুরের প্রথমে জ্বর হয়। পরে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে ও শ্বাসকষ্ট শুরু হয়, চিকিৎসা করানো হলেও কয়েক দিনের মধ্যে মারা যায়। একইভাবে দশমীপাড়ার আনছার আলী বলেন, তার একটি বড় এঁড়ে গরু এই ভাইরাসে আক্রান্ত হয়। প্রথমে জ্বর, গলা ফোলা ও ধীরে ধীরে শরীরে গুটি গুটি হয়। কিছুদিন পর সেগুলো গর্ত হতে সারা শরীর লোম উঠে যায়। কোন ধরনের চিকিৎসা দিয়ে ও কোনো উপকার না হওয়ায় মরণাপন্ন অবস্থায় জবাই করে পুতে ফেলা হয়। দেখতে খুব ভয়ঙ্কর লাগে এবং দুর্গন্ধে কেউ কাছে যেতে পারতো না। বাছুরটির কষ্ট দেখে জবাই করে মাটিচাপা দিয়ে দিই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পল্লী পশু চিকিৎসক জানান, এই রোগ খুবই মারাত্মক এই রোগের কোনো চিকিৎসা নেই। এই রোগে আক্রান্ত প্রায় ৮০ ভাগ বাচ্চা গরু মারা যায়।
দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক শাওন বলেন, ‘গরুর লাম্পি স্কিন ডিজিজ’র কোনো প্রতিষেধক নেই। তারপরও আমরা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রতিষেধক ভ্যাকসিন দিচ্ছি। এই ভাইরাসে বেশির ভাগ ছোট ৩ থেকে ৬ মাস বয়সি বাচ্চা গরু মারা গেলেও বড় আক্রান্ত গরুগুলো চিকিৎসা দিলে ৯৫ ভাগই সুস্থ হচ্ছে। কি পরিমাণ গরু মারা গেছে জানতে চাইলে তিনি সঠিক কোনো তথ্য দিতে পারেননি। তবে উপজেলার বিভিন্ন গ্রামে এই ভাইরাসে ৫০টির মতো বাচ্চা গরু মারা গেছে বলে বিভিন্ন পশু চিকিৎসক সূত্রে জানা গেছে।