দামুড়হুদায় জোরপূর্বক শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় এজাহার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার খাঁ পাড়ায় (৮) বছর বয়সী এক কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় এজাহার করা হয়েছে। গতকাল ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দামুড়হুদা খাঁ পাড়ার মৃত ইয়াকুব খাঁনের ছেলে অভিযুক্ত ফয়েজ খাঁনের ( ৫০) বাড়ির পেছনে ভুক্তভোগী শিশুটি খেলা করছিলো৷ এমন সময় অভিযুক্ত শিশুটিকে হাত ধরে জোরপূর্বক পুরাতন পাঁকা একটি পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে যায় এবং চৌকির ওপর শুয়াইয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ডাকচিৎকার করলে অভিযুক্ত বিভিন্ন ধরনের হুমকী ধামকী দিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ছেড়ে দেয়। শিশুটি তার মাকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। শিশুটির মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের এজাহার পেয়েছি। মামলা রেকর্ড করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।