দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কোষাঘাটায় ওয়েভ ফাউন্ডেশনের গো-গ্রীন কর্মসূচির আওতায় ২টি নতুন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় ওয়েভ ফাউন্ডেশনের কোষাঘাটাস্থ গো-গ্রীন সেন্টারে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা, অ্যাড. মানিক আকবার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হুমায়ুন কবির, দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিলীমা আক্তার হ্যাপি, লোকমোর্চার চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি শাহ আলম সনি প্রমুখ।
অবহিতকরণ সভায় বক্তারা বলেন, পরিবেশ বান্ধব ও নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি সম্প্রসারণকল্পে এগ্রোইকোলজিক্যাল লার্নিং সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাকৃতিক সম্পদ সাশ্রয়ী ও পরিবেশ সম্মত কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং টেকসই কৃষি বাস্তুসংস্থান শক্তিশালী করা। এতে করে কৃষি বাস্তুসংস্থান বিষয়ে প্রশিক্ষিত সম্প্রসারণ কর্মী তৈরি ও তাদের মাধ্যমে কৃষক পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বৃদ্ধি করা। নিরাপদ প্রাকৃতিক খাদ্য উৎপাদনের বিভিন্ন খাত উপখাতের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ ফলাফল টেকসই কৃষি বাস্তুসংস্থান তৈরিতে বিভিন্ন অংশীজনের মাঝে ছড়িয়ে দেয়া। কৃষিজ উৎপাদিত পণ্যের প্রক্রিয়াজাতকরণ মূল্য সংযোজন সংরক্ষণ এবং বিপণন ব্যবস্থা যুগোপযোগী করে উৎপাদনকারীদের জন্য উপযুক্ত মূল্য প্রাপ্তি এবং পারিবারিক কৃষিতে উৎসাহ প্রদান। প্লাস্টার ভিত্তিক উৎপাদন ব্যবস্থা কার্যকর করার জন্য দল গঠন (কৃষিমোর্চা) ও পরিচালনা করা। ক্ষুদ্র ঋণ ইকোসিস্টেমের মধ্যে পরিবর্তন আনা ও পরিবেশবান্ধব ব্যবসার বিকাশকে উৎসাহিত করা এবং ক্ষুদ্র উদ্যোগের মধ্যে কার্যকর নিরাপত্তা মান গ্রহণ করা। জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার করা, উদ্যোক্তাদের মাঝে ফল প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণকে উৎসাহিত করা, উদ্যোক্তাদের কারিগরি জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা। ওয়েভ ফাউন্ডেশনের দামুড়হুদা কোষাঘাটা গো-গ্রিন সেন্টারকে কৃষি ট্যুরিজম রিসোর্টে পরিণত করাসহ কৃষির উন্নয়নকল্পে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।