দামুড়হুদা অফিস:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় কঠোর লকডাউন বাস্তবায়নে স্বাস্থ্য বিধি না মানায় এক করাত কলের মালিকসহ ৯জনকে ৮হাজার ৮০০টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।শনিবার দিনব্যাপি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিট্রেট দিলারা রহমান এই আদালত পরিচালনা করেন।আদালত সুত্রে জানাগেছে,কঠোর লকডাউনের তৃতীয় দিনে আজ শনিবার কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষে দামুড়হুদা উপজেলা সদরসহ দর্শনা,কুড়–লগাছি প্রতাবপুর,কার্পাসডাঙ্গা,ডুগডুগি,লোকনাথপুর অভিযান চালানো হয়। এসময় দর্শনার প্রতাবপুর গ্রামের এক করাত কলের বৈধ কাগজপত্র ও সরকারী নির্দেশনা না মেনে করাতকল চালানোর অভিযোগে ৩হাজার টাকা ও বিভিন্ন স্থানে দোকান খোলা রাখা, মাস্ক ব্যবহার না করা ও বিভিন্ন স্থানে বসে আড্ডা দেওয়ায় ৮জনকে ১৮৬০এর ১৮৮ ও ২৬৯ ধারায় ৮জনকে ৫হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এই আদালতে সহায়তা করেন,দামুড়হুদা মডেল ইউএন অফিসের সাটিফিকেট সহকারী জিহন আলি ও একই অফিসের রফিকুল ইসলাম ও বিজিবি, দামুড়হুদা ও দর্শনা থানা পুলিশ।