দামুড়হুদায় একই রাতে তিনটি বাড়িতে চুরি : আতঙ্কিত এলাকাবাসী

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার পার-দামুড়হুদা গ্রামে একই রাতে তিনটি বাড়িতে ৫টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে দামুড়হুদার পার-দামুড়হুদা গ্রামে তিনটি বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে দামুড়হুদা উপজেলা সদর ইউনিয়নের পার-দামুড়হুদা গ্রামের তরিকুল ইসলাম, সাইদুর রহমান ও নাসিরের গোয়াল ঘর থেকে ৫টি ছাগল চুরির ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে ভুক্তভোগীরা তাদের গোয়ালের দরজার তালা ভাঙা দেখে। পরে গোয়াল ঘরে গিয়ে দেখে আকবার আলীর ছেলে তরিকুল ইসলামের ২টি পাটি ছাগল, তার ভাই সাইদুর রহমানের ১টি খাসি ছাগল ও একই গ্রামের আব্দুল্লাহ মালিতার ছেলে নাসিরের ২টি খাসি ছাগল চুরি হয়ে গেছে। পরে ভুক্তভোগীরা তাদের বাড়ির আসপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও চুরি হওয়া ছাগলগুলোর সন্ধান মেলাতে পারেনি। তাদের চুরি হওয়া ছাগলগুলোর বর্তমান বাজার মূল্য এক লাখ টাকা বলে তাদের দাবি। এদিকে, একই রাতে একই গ্রামে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।