স্টাফ রিপোর্টার: দামুড়হুদার হোগলডাঙ্গা সবুজ সংঘ ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চারুলিয়া একাদশ। ১০ উইকেটে ৯২ রান সংগ্রহ করে তারা। পরে ২ উইকেট হারিয়ে চারুলিয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বিষ্ণুপুর একাদশ। রানার্ন আপ হয় চারুলিয়া একাদশ। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুজ্জামান বিশ্বাস, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জাহিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. শিপল, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, ৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমদাদুল হকসহ অন্যরা। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে মাদকে সয়লাব ছিল পুরো সমাজ। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে। মাদকমুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। হোগলডাঙ্গা যুব সমাজের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি হোগলডাঙ্গা সবুজ সংঘ ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে ১৬টি দল অংশ নেয়।