দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হুদাপাড়া সীমান্তে আওয়ামী লীগের দু’গ্রুপের জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কলিম উদ্দিন ওরফে বগা (৪৫) নামের একজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে পতিপক্ষ আওয়ামী লীগ কর্মী আলতাব হোসেন গংয়ের বিরুদ্ধে। আহত কলিম উদ্দিন বগা একই গ্রামের মৃত ইস্রাফিল হোসেনের ছেলে। গতকাল রোববার সকাল আনুমানিক ৯টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী হুদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী ইউনিয়নের হুদাপাড়া গ্রামের ৫নং মৌজার বসতভিটার ২৫ শতক জমি নিয়ে আওয়ামী লীগ সমর্থিত দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন পূর্ব বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমিটি দীর্ঘদিন যাবত দখল পূর্বক ভোগ দখল করে আসছেন হুদাপাড়া গ্রামের কলিমউদ্দিন বগাসহ তাদের ওয়ারিশগণরা। অন্যদিকে, একই গ্রামের মৃত শাহামীর হোসেনের ছেলে আলতাব হোসেন গংয়ের ওয়ারিশরা জমিটি তাদের দাবি করে আসছিলেন। এরই জেরে গতকাল রোববার কলিম উদ্দিনের নিজেদের জমিতে লাগানো সজনে গাছ থেকে আলতাব ডাটা পাড়তে গেলে কলিম উদ্দিন ডাটা পাড়তে আলতাবকে বাঁধা দেয়। এ ঘটনায় পরবর্তীতে একই গ্রামের আলতাব হোসেন (৫০), তার ছেলে বনি (৩০), বড় ভাই আপেল (৬০) ও তার স্ত্রীর ভাই কুতুব (৪০) সংঘবদ্ধভাবে কলিমউদ্দীনকে বাড়ির সামনে গেটে একা পেয়ে বাঁশের লাঠি, কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন। একপর্যায়ে তাদের হাতে থাকা বাঁশ ও কাঠের বাটামের আঘাতে কলিম উদ্দীনের মাথায় রক্তাক্ত জখম হলে সে মাটিতে পড়ে যায়। এসময় তার পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। কলিম উদ্দীনের মাথায় ৪টি সেলাই দেয়া হয়েছে।