দামুড়হুদার হুদাপাড়ার আবু সাইদ অস্ত্র গুলি ও মদসহ আটক

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হুদাপাড়া গ্রামের আবু সাইদকে অস্ত্র, গুলি ও মদসহ আটক করেছে বিজিবি। আটককৃত আবু সাইদ (২৯) দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের আজাদ আলীর ছেলে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হুদাপাড়া সীমান্তবর্তী মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে তাকে আটক করে হুদাপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা। বিজিবির দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনস্থ হুদাপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা গোপন সূত্রে জানতে পারে হুদাপাড়া গ্রামের আলা এর ভুট্টা ক্ষেতে একজন অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ে ক্রেতার অপেক্ষায় অবস্থান করছে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাতা রঙের একটি বস্তাসহ আবু সাইদকে আটক করা হয়। ওই সময় তার সাথে থাকা একটি পুরাতন .২২ বোর রাইফেল, দুইটি পুরাতন রাইফেলের গুলি ও ৯ বোতল মদ জব্দ করা হয়। এরপর বিকেলে হুদাপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মো. রেজাউল করীম বাদী হয়ে আটককৃত আসামিসহ অস্ত্র, গুলি, ও মাদকের বিবরণ উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় এজাহার দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, হুদাপাড়া বিওপির সদস্যরা অস্ত্র, গুলি ও মদসহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় হুদাপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মো. রেজাউল করীম বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। বাদীর এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।