দামুড়হুদার সুলতানপুরের মোমিন ফেনসিডিলসহ গ্রেফতার

 

দর্শনা অফিস: দামুড়হুদার সুলতানপুরের মোমিনকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সুলতানপুর গ্রাম থেকে দর্শনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় মোমিনের নিকট থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার মোমিন উদ্দীন (৪০) সুলতানপুর গ্রামের নজর আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দর্শনা থানার এসআই রাম প্রসাদ সরকার ও এএসআই বশির আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান সুলতানপুর গ্রামে। পুলিশ ওই গ্রামের মাঝেরপাড়ার পাকা রাস্তার ওপর থেকে গ্রেফতার করে একই এলাকার নজর আলীর ছেলে মোমিন উদ্দিনকে। এ সময় মোমিনের কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই রাম প্রসাদ সরকার বাদী হয়ে গতকাল সোমবার রাতেই মোমিনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment