কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার মোক্তারপুরে ৩ সন্তানের জননী শুকজান খাতুন (৪০) বিদ্যুতস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুকজান খাতুন মোক্তারপুর গ্রামের মাঠাপাড়ার ফজলুর রহমানের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।
স্থানীয় ও পারিবারিকসূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে মোটরের বিদ্যুতের তার বাঁশের উপরে উঠাতে যায়। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের ছেঁড়া তারে হাত পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। গতকাল মাগরিবের নামাজের মোক্তারপুর কবরস্থানে মরহুমার জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। এ বিষয়ে দামুড়হুদা সদর ইউনিয়নের সাবেক মেম্বার হাসান আলী জানান, বাড়িতে মোটরের বিদ্যুতের তার বাঁশের উপরে উঠাতে গেলে ছেঁড়া জায়গায় অসাবধানবসত হাত পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার এ মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছঁয়িা নেমে এসেছে।
ৃ