স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ভগিরথপুর গ্রামের ঝপঝপি নতুন ব্রিজের নির্মাণ কাজ চলছে। এর পাশ দিয়ে জনসাধারণের চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি করে দেয়া হয়েছে। সম্প্রতি ভারি যানবাহ চলাচল করায় ভেঙে গেছে রাস্তাটি। এতে প্রতিদিন ঘটছে একাধিক মারাত্মক দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, প্রতিদিন ইজিবাইক, পাখিভ্যান, ট্রাকসহ একাধিক যানবাহন চলাচল করে ওই রাস্তা দিয়ে। রাস্তাটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ছে এই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন। ঝপঝপি নতুন ব্রিজের ঠিকাদারি পেয়েছেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নতিপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল হক। দুর্ভোগের বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেননি তারা। অভিযোগ রয়েছে, ব্রিজটির নির্মাণকাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির। গতকাল বুধবার বিকেলে নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনুর রহমান সোহাগসহ যুবদলের কয়েকজন নেতাকর্মী দুর্ভোগের বিষয়টি তাদেরকে জানালে তারা অসদাচরণ করেন।
নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনুর রহমান সোহাগ বলেন, প্রতিদিন ওই রাস্তা দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। রাস্তাটি ভেঙে যাওয়ায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। গতকাল তাদের বিষয়টি জানানো হলে তারা তাদের কিছু ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার দিয়ে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে এখনও এই সমস্ত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনীর দোসর ও দুর্নীতিবাজরা কীভাবে প্রকল্পের কাজ পায়? বিষয়টি খতিয়ে দেখে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে ঠিকাদার সোহরাব হোসেনের সাথে তার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।