দামুড়হুদার বয়রায় মাঠ দিবস অনুষ্ঠিত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বয়রা গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পিকেএসএফের অর্থায়নে সভাপতিত্ব করেন মৎস্যচাষী মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিএনপির সভাপতি মো. শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরহক, সাবেক মেম্বার ফরজ আলী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মো. কামরুজ্জামান যুদ্ধ, মৎস্য কর্মকর্তা সাঈদ-উর-রহমান, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, ফজলুল হক, মো. আরজুল্লাহ, যুবদল নেতা সফিক উদ্দিন, তৈফিক, হাসান, হাজি আশরাফুল হক, মৎস্যজীবী দল নেতা বায়েজিদ, আনারুল হক, শেখ সাদিকসহ চাষীবৃন্দ। মাঠ দিবসে বক্তারা বলেন, বিগত দিনে বাংলার মানুষ ছিলো মাছে-ভাতে বাঙ্গালী। এই প্রথা এখন অতিত ও স্মৃতিময়। তবে বর্তমানে এখনো এই বাংলায় নদ-নদী, খাল- বিল, বাওড় ও পুকুরসহ যত ধরনের জলাশয় আছে তা যত্রতত্র অপরিকল্পিত ভাবে চাষ না করে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে যদি চাষ করা যায় তাহলে বিদ্যমান যে জলাশয় আছে তা দিয়েই মাছের চাহিদা পূরণ করা সম্ভব। এজন্য সরকারের পাশাপাশি ওয়েভ ফাউন্ডেশন যেমন মৎস্য উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে তেমনিভাবে মৎস্যজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঐক্যবদ্ধ সমর্থন ও সহায়তা দরকার। আর এই সম্মিলিত প্রয়াশের মাধ্যমে যেমন মাছের চাহিদা পূরণ হবে, অন্যদিকে পুষ্টির ঘাটতি পূরণ হবে।