দামুড়হুদার বাঘাডাঙ্গায় পেঁপে গাছের সাথে এ কেমন শক্রতা

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার বাঘাডাঙ্গায় রাতের আঁধারে ১ বিঘা পেঁপে বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছে বলে ভুক্তভোগী বাগান মালিক জানান। জানা যায়, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত খাদেম আলী বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম বিশ্বাসের (৫২) একই গ্রামের পূর্বের মাঠে ১বিঘা জমিতে পেঁপে বাগান ছিল। প্রতিদিনের ন্যায় গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাগান পরিচর্যার জন্য রফিকুল ইসলাম বিশ্বাস মাঠে যায়। এ সময় বাগানে পৌঁছুলে তার জমিতে থাকা বাগানের প্রত্যেকটি গাছ কেটে ফেলা দেখতে পায়। পরে হতভম্ব হয়ে কোনো উপায়ান্তর না পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে ভুক্তভোগি রফিকুল ইসলাম বিশ্বাস জানায়, আমার সাথে গ্রামের কোনো লোকজনের বিরোধ নেই; আমি কাউকে ক্ষতি ও করেনি, তাহলে আমার এতোবড় ক্ষতি করলো কারা? এছাড়া তার বাগান কেটে দেয়ায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাগান মালিক।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিয়ামুল হক জানান, লিখিত কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাইনি, অভিযোগ পেলেই তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।