দামুড়হুদার নতিপোতা ও জুড়ানপুরে কর্মী সমাবেশে মনিরুজ্জামান মনির

আ.লীগের প্রেতাত্মা এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা ও জুড়ানপুর ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হোগলডাঙ্গা কলেজ চত্বরে নতিপোতা ইউনিয়ন বিএনপির ৮ ও ৯নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান টুনু, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, হাউলি ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ। কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম ডি কে সুলতান, নতিপোতা ইউনিয়ন কৃষকদল নেতা জামশেদ আলী, আবুল হাশেম, হারুন অর রশিদ, যুবদল নেতা ইঞ্জিনিয়ার আকরাম হুচাইন খান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জুড়ানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ লক্ষীপুর গ্রামের গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়। জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রীস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাইদুর রহমান লিপু, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্য সচিব এম ডি কে সুলতান, যুবদল নেতা ইঞ্জিনিয়ার আকরাম হুচাইন খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কর্মী সমাবেশে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সকলকে সজাগ থাকতে হবে। আ.লীগের প্রেতাত্মা এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাদের সব ধরণের ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া ও তার সুযোগ্য পুত্র জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপিকে নির্বাচিত করতে হবে। চুয়াডাঙ্গা-২ আসনের উন্নয়নে মাহমুদ হাসান খান বাবুর কোনো বিকল্প নেই।