দামুড়হুদার ছয়ঘরিয়া গ্রামের আক্তারুল ফেনসিডিলসহ গ্রেফতার

 

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়ঘরিয়ার আক্তারুলকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতসহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার ভোর ৪টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই রাম প্রসাদ সরকার ও এএসআই বশির আহমেদ, মামুনুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে। পুলিশ গ্রামের প্রধান সড়ক থেকে গ্রেফতার করেছে ওই মাঠপাড়ার শমসের আলীর ছেলে আক্তারুল ইসলামকে (৩৫)। এ সময় আক্তারুলের সাথে থাকা আরো দুজন কৌশলে পালিয়েছে। পুলিশ পিছু ধাওয়া করেও ধরতে পারেনি তাদের। পুলিশের পক্ষ থেকে বলা হয়, গ্রেফতারকৃত আক্তারুলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় এসআই রাম প্রসাদ সরকার বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃত আক্তারুলসহ ৩ জনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment