দামুড়হুদার চারুলিয়া বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক মো. হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. দৌলতুজ্জামান খাঁন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, নাটুদা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সামসুল আলম খাঁন। এ সময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, নাটুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি বিশ্বাস, সহ-সভাপতি বাশারুল হাবিব বাশার, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রমজান আলী টিটোন, কৃষকদল নেতা আব্দুর রশিদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তফা কামালসহ সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের এই বিদায় অনুষ্ঠানে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। তোমরা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই পর্যায়ে পৌঁছেছো। তোমাদের প্রতিটি কৃতিত্বের পিছনে রয়েছে শিক্ষক, অভিভাবক এবং বন্ধুদের অবদান। তোমরা এ যাত্রাপথে অনেক কিছু শিখেছো এবং আগামী দিনে তোমাদের শিক্ষার আলো দিয়ে জীবনকে আরও সুন্দর করবে। স্কুল তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। এখানে যে জ্ঞান, মূল্যবোধ এবং আদর্শ অর্জন করেছো তা তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।