দামুড়হুদার চন্দ্রবাসে কাঠ বোঝাই পাওয়ারট্রিলার খাদে পড়ে কাঠ ব্যবসায়ী নিহত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার চন্দ্রবাসে কাঠ বোঝাই পাওয়ারট্রিলার খাদে পড়ে মৃত্যু হলো জগন্নাথপুরের কাঠ ব্যবসায়ী নুর মোহাম্মদ (৫৫)’র। প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, জগন্নাথপুর গ্রামের নুর মোহাম্মদ গতকাল বুধবার দুপুর ১টার দিকে ব্যবসার কাঠ পাওয়ারট্রিলারযোগে মুজিবনগর-দর্শনা সড়কের কার্পাসডাঙ্গার দিক হতে আটকবরের দিকে রওনা হলে চন্দ্রবাসে পৌঁছালে গাড়ির শ্যাপ ভেঙে খাদে উল্টে পড়ে যায়। এ সময় গাড়ি চালক ও তিনি দুর্ঘটনায় আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে মেহেরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কাঠ ব্যবসায়ী নুর মোহাম্মদের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে গোটা এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। তিনি দীর্ঘদিন কাঠ ব্যবসার সাথে জড়িত। ব্যক্তি জীবনে তিনি ৩ সন্তানের জনক।