দামুড়হুদার কার্পাসডাঙ্গায় যুব জামায়াতের যুব সম্মেলনে রুহুল আমিন

জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে চাকরির জন্য ঘুষ দেয়া লাগবে না

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় উপজেলা যুব জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার সময় উপজেলা যুব জামায়াতের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে বাংলাদেল জামায়াত ইসলামী উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াত ইসলামীর আমির অ্যাড. মো. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে চাকরির জন্য আপনার সন্তানকে ঘুষ দেয়া লাগবে না। আপনি ১ মিনিটও ঠকবেন। জামায়াত ইসলামীর কোনো নেতা পুলিশ দিয়ে মানুষকে হয়রানি করে না। দুর্নীতি করে কোন অফিসার চেয়ারে বসে থাকতে পারবে না। জামায়াত ইসলামীর নেতারা কোটি টাকার মালিক না; কিন্তু কেউ বেকার না। আমরা রাজনীতি করি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। সামনের যে ভোট হবে যেনতেন ভোট হবে না। একজনের ভোট আরেকজন দিতে পারবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি আব্দুল কাদের, জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা জামায়াত ইসলামীর আমির মো. নায়েব আলী, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আমিরুল ইসলাম, উপজেলা নায়েবের আমির আব্দুল গফুর, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি টিটন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াত ইসলামীর মাও. আবু হানিফ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি আজিজুল হকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান।