কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের আরামডাঙ্গা বটতলায় মাটি বোঝাই অবৈধযান ট্রাক্টর ও মোটরসাইকেল দুর্ঘটনায় সুবলপুর গ্রামের মইনুদ্দিন (২৮) নিহত হয়েছেন। মইনুদ্দীন সুবলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় সুবলপুর হয়ে অবৈধযান মাটি বোঝাই ট্রাক্টর কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা বটতলায় পৌঁছুলে পাশ দিয়ে একই গ্রাম থেকে আসা মোটরসাইকেলের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় মোটরসাইকেল চালক মইনুদ্দীন ও মোটরসাইকেলে বসে থাকা মইনুদ্দীনের ভাগ্নে কুতুবপুর গ্রামের বগার ছেলে হাসিবুর (৩০)। এ সময় ট্রাক্টর চালক গাড়ি রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত মইনুদ্দীন ও তার ভাগ্নে হাসিবুরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে মধ্যে মইনুদ্দীন মারা যান।
কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। দ্রুত রাস্তা থেকে মাটি বোঝাই ট্রাক্টর সরানো হবে। এদিকে খবর পেয়ে মইনুদ্দীনের পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসেন। জানাগেছে মইনুদ্দীন কার্পাসডাঙ্গায় চুল প্রসেসিংয়ের কাজের সাথে জড়িত। তিনি নিজ গ্রাম থেকে মোটরসাইকেলের কাজ করতে আসছিলেন।