দামুড়হুদার কলাবাড়ীতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে রুহুল আমিন

বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জামায়াতের নৈতিক দায়িত্ব

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা জামায়াতে আমির রুহুল আমিন বলেছেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জামায়াতের ইসলামীর নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। যে সব শিশু পানিতে ডুবে, আগুনে পুড়ে নিহত হবে তারা জান্নাতের দরজায় মা-বাবার জন্য অপেক্ষা করবে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামের আগুনে পুড়ে মৃত্যুবরণকারী শাহজাহানের কন্যা আরিশার পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এর আগে তিনি জুড়োনপুর ইউনিয়ন নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, ৫৪ বছরে যে কষ্ট আমাদের আছে। ৫৪ বছরে অনেক নেতৃবৃন্দকে ফাঁসি দেয়া হয়েছে। অনেক নেতৃবৃন্দকে হারিয়েছি, আমাদের নেতাদের চোখ তুলে নেয়া হয়েছে। আমাদের নেতাদের পঙ্গু করে দেয়া হয়েছে। অনেককে বাড়ি ছাড়া, ভিটে ছাড়া করা হয়েছে। বুলডোজার দিয়ে নেতাদের বাড়ি মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। সকল কিছু পরিশোধ হয়ে যাবে যদি কি-না বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, ইসলামের আলো প্রতিষ্ঠিত হয়ে যায়। বাংলার জমিনে ইসলাম কায়েম হয়, তাহলে সুখের একটি দেশ আমরা পেয়ে যাব। আসুন, সেই দিনের প্রত্যাশায় আপনারা দাড়িপাল্লায় ভোট চাবেন, জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাবেন, এখন থেকে মানুষের মন মগজ পরিবর্তন করে দিয়ে আমরা যেন জামায়াতে ইসলামীর পক্ষে দাড়িপাল্লায় যেন ভোট পাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ দৌলা টিটন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, জুড়ানপুর ইউনিয়ন জামায়াতের আমির শামিমুল হক ঝন্টু, সেক্রেটারি রাশেদুল ইসলাম, সহ-সভাপতি সানোয়ার হোসেন, জুড়ানপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আজানুর রহমান, ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম ও জয়নাল আবেদিন প্রমুখ।