স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদায় নয় বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধার আগে উপজেলার উত্তর চাদপুরে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে অভিযুক্ত ধর্ষণকারী সাইদুর রহমান পটলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। অভিযুক্ত ধর্ষণকারী সাইদুর রহমান পটল (৪০) চুয়াডাঙ্গা দামুড়হুদা সদর ইউনিয়নের উত্তর চাদপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত-তালেব আলী তেলার ছেলে। ঘটনার পরই অভিযুক্ত পলাতক রয়েছেন। শিশুটির মা বলেন, আমার মেয়ে কানে শুনতে এবং কথা বলতে পারেনা। শুক্রবার বিকেলে বাড়ির পাশে তার খালাতো বোনের সঙ্গে খেলছিল। সন্ধার আগে হঠাৎ বাড়িতে এসে ছটফট করতে থাকে মেয়ে। আমি জিজ্ঞাসা করলে সে ইশারা ইঙ্গিত করলে আমি বিষয়টি বুঝতে পারি। তখন তার পায়জামায় রক্ত লেগে থাকতে দেখে বিষয়টি সম্পন্ন নিশ্চিত হয়। তিনি আরও বলেন, আমার বোনের মেয়ের সঙ্গে কথা বলেছি, সে জানিয়েছে সাইদুর রহমান পটল বাড়ির পাশে ভেড়া চড়াচ্ছিল। আমার মেয়েকে সাপ দেখাবে বলে ইশারা করে। মেয়ে সেখানে গেলে পাশের ঝোপের মধ্যে নিয়ে যায় পটল। কিছুক্ষণ পর আমার মেয়ে কাদতে কাদতে বাড়িতে চলে আসে। এরপরই আমি স্থানীয় ইউপি সদস্যসহ আমার স্বামীর পরামর্শে মেয়েকে নিয়ে থানায় যায়। সেখান থেকে হাসপাতালে পাঠায়। আমার মেয়ে খুবই আতঙ্কিত। গায়ে প্রচ- জ্বর চলে এসেছে। আমি অভিযুক্ত সাইদুর রহমান পটলের বিচার চাই। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, আমি ঘটনাটি শুনেছি। ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালেরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের বলেন, রাত সাড়ে ৮টার দিকে বাকপ্রতিবন্ধী এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। আমি শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাইনি ওয়ার্ডে ভর্তি করেছি। আগামীকাল একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করবেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ধর্ষণের ঘটনাটি আমি জানতে পেরেছি। শিশুটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।