দর্শনা সিএ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবুর পদত্যাগের দাবি

দর্শনা অফিস: ফ্যাসিস্ট সরকারের দোষর হিসেবে চিহ্নিত করে দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবুকে সিএ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের দাবি তোলা হয়েছে। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকসহ সাংবাদিকদের লিখিতভাবেও এ দাবি তোলা হয়েছে।
দর্শনা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন স্বাক্ষরিত একটি অভিযোগ পত্রে বলা হয়, মাসখানেক আগে দর্শনা সিএ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদক পদে রাখা হয় দর্শনা পৌরসভার বিনাভোটের সাবেক মেয়র ফ্যাসিস্ট সরকারের দোষর আতিয়ার রহমান হাবুকে। অবিলম্বে হাবুর পদত্যাগ সহ ওই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেয়া হোক। অন্যথায় দর্শনা থানা ছাত্রদলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে হাবুর ছবিসহ।
পক্ষান্তরে আতিয়ার রহমান হাবু মোবাইল ফোনে জানান, ব্যবসায়ীক অরাজনৈতিক সার্বজনীন সংগঠনে আমি জোর করে পদ-পদবী নিইনি। তাই এ পদ ছাড়তেও আমার আপত্তি নেই। ইতোমধ্যেই কমিটির সভাপতিকে জানিয়ে দিয়েছি, আপনি চাইলে কমিটি বিলুপ্ত করে আমাকে বাদেও কমিটি ঘোষণা দিতে পারেন।