দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির কমিটি ঘোষণা

 

দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে হারুন রাজুকে। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণসভায় এ ঘোষণা দেয়া হয় সর্বসম্মতিক্রমে। ক্লাবের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় ঘোষিত কমিটির মধ্যে প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য প্রযুক্তি তারিক জামান, দপ্তর সম্পাদক মুনজুর রহমান, কার্যনির্বাহী সদস্য হানিফ ম-ল, চঞ্চল মেহমুদ ও জিল্লুর রহমান মধু। সাংবাদিক সমিতির সহসভাপতি জাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রনি, তথ্য প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান তুহিন, সাংস্কৃতিক, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রাজিব মল্লিক, দপ্তর সম্পাদক সাব্বির আলীম, কার্যনির্বাহী সদস্য ইয়াছির আরাফাত মিলন, আহসান হাবীব মামুন ও ইকরামুল হক পিপুল। সভায় উপস্থিত ছিলেন, হাসমত আলী, আ. হান্নান, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, সুকমল চন্দ্র দাস বাধন, আবিদ হাসান রিফাদ, সুজন মাহমুদ, ইয়াছিন জুয়েল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল পিপুল।

Comments (0)
Add Comment