দর্শনা পরানপুর মাঠে কৃষি জমির মাটি কেটে বিক্রি

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দর্শনার পরানপুর গ্রামস্থ মাঠে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত মহাসিন আলী নামের এক মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত মাটি ব্যবসায়ী পরানপুর গ্রামের নবাব আলীর ছেলে মহসিন আলী। মঙ্গলবার বেলা ৩টার দিকে দর্শনার পরানপুর মাঠে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা দর্শনার পরানপুর গ্রামস্থ মাঠে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা মেলে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে দোষী ব্যক্তি মহাসিন আলী তার নিজের অপরাধের দায় স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি তার জরিমানার অর্থ পরিশোধ করে মুক্ত হন। ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন দর্শনা থানা পুলিশ ও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, ভূমি আইন অমান্য করে যদি কেউ মাটি কেটে বিক্রি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অবৈধ পন্থায় মাটি উত্তোলনকারী কাউকে ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।