দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে পুলিশ ৬ লিটার কেরুজ বাংলা মদসহ গ্রেফতার করেছে অভিযুক্ত এক মাদককারবারিকে। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নির্দেশে এসআই খান আব্দুর রহমান, সুমন্ত বিশ্বাস, মোহাম্মদ সিহাব উদ্দীন ও এএসআই ইদ্রিস আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা রেলবাজারস্থ পাইকারী কাঁচাবাজার এলাকায়। পুলিশ কাঁচাবাজর থেকে গ্রেফতার করে দর্শনা থানাপাড়ার ইসলাম মীরের ছেলে ইউনুস মীরকে (৫০)।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গ্রেফতারকৃত ইউনুস মীরের কাছ থেকে ৬ লিটার কেরুজ বাংলামদ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই খান আ. রহমান বাদী হয়ে গতকালই দর্শনা থানায় গ্রেফতারকৃত ইউনুস মীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।