দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে উদ্ধার করেছে ফেনসিডিল ও গাজা। গ্রেফতার করা হয়েছে আকন্দবাড়িয়ার মাহবুবকে। পৃথক দুটি মামলায় আসামি ২ জন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা আকন্দবাড়ীয়া গ্রামে। দর্শনা-জীবননগর মহাসড়কের দর্শনা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করে আকন্দবাড়িয়া নতুনপাড়ার মুছা হকের ছেলে মাহাবুব রহমান ওরফে লাদেনকে (৪৫)। পুলিশ জানিয়েছে, লাদেনের দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা। এ ঘটনায় এসআই মাসুদুর রহমান বাদি হয়ে গতকালই লাদেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এদিকে দুপুর দুটোর দিকে পুলিশের একই দল দর্শনার রাঙ্গিয়ারপোতা-শিংনগর সড়কের নতুনপাড়ার আমির হোসেনের ছেলে আব্দুল জরিপের চায়ের দোকানের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত এক মাদককারবারি গাঁজা ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ২ কেজি গাজা ও মধুর ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় এসআই মাসুদুর রহমান বাদি হয়ে রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার আবুল কাশেমের ছেলে মধু মিয়ার (৩৮) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।