দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন আরও একজন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও এক বাংলাদেশি। গতকাল রোববার বিকেল পর্যন্ত ভারতের গেদে চেকপোস্ট হয়ে দর্শনা চেকপোস্টে প্রবেশ করেন ওই বাংলাদেশি। দর্শনা চেকপোস্টে পৌঁছুলে তার হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তবে তিনি করোনা শনাক্ত হননি। এনিয়ে গত ১৩ দিনে মোট ৭২৬ জন বাংলাদেশি দেশে প্রবেশ করলেন। সকল প্রক্রিয়া শেষে সেখান থেকে তাকে নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) চুয়াডাঙ্গা নার্সিং ইন্সটিটিউটে নেয়া হয়েছে। সেখানে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন তিনি।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, গতকাল মাত্র একজন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে গত ১৩ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৭২৬ জন বাংলাদেশি দেশে ফিরলেন। এদের মধ্যে মোট করোনা শনাক্ত হয়েছেন ১১ জন।
করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, ভারত ফেরত ওই একজনকে চুয়াডাঙ্গা নার্সিং ইন্সটিটিউটে নেয়া হয়েছে।

 

Comments (0)
Add Comment