দর্শনা ও নেহালপুরে গণসংযোগকালে রুহুল আমিন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জামায়াতে দৃঢ় প্রতিজ্ঞ

দর্শনা অফিস: আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাড. রুহুল আমীন নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। তিনি গতকাল বুধবার দর্শনা পৌর এলাকা ও নেহালপুর ইউনিয়নে গণসংযোগ এবং মতবিনিময় করেছেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করে। জামায়াতে ইসলাম আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবে। অন্যায় দুর্নীতিমুক্ত শোষনহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ জামায়াতের প্রতিটি কর্মী। মায়ের গর্ভে সন্তান যেমন নিরাপদ জামায়াতের কাছে এদেশের প্রতি ইঞ্চি মাটি ও সকল ধর্মের মানুষ তেমনি নিরাপদ থাকবে। তিনি আগামী নির্বাচনে সকলকে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন প্রদানের অনুরোধ করেন। তিনি আরও বলেন, সৎ লোকের শাসনসহ ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। ইসলামী শাসন কায়েমের মধ্যদিয়ে সন্ত্রাস, দুর্নীতি ও নৈরাজ্য মুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা অঙ্গিকারবদ্ধ। আমরা দেশের মানুষের পাশে থেকে জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও আইনের শাসন প্রতিষ্ঠা করণে সহায়ক হোন।
দর্শনা পৌর এলাকায় গণসংযোগকালে রুহুল আমিনের সাথে ছিলেন চুয়াডাঙ্গা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা থানা জামায়াতের আমীর রেজাউল করিম, সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, দর্শনা পৌর জামায়াতের আমীর সাহিকুল আলম অপু, সেক্রেটারি শাহরিয়ার হোসেন দবির, নায়েবে আমীর গোলজার হোসেন, জামায়াত নেতা গোলাম সরোয়ার, আব্দুর রহমান, সানেয়ার হোসেন, আহম্মেদ বাবু, আমজাদ হোসেন, মাও হাবিবুর রহমান, হাবিবুর রহমান হবি, আজিজুল ইসলাম, আনোয়ার হোসেন, মনির হোসেন মুকুল, বিল্লাল হোসেন, তানজিল হোসেন, মাহবুব আলম, ফরহাদ হোসেন, সেলিম উদ্দিন, প্রফেসর ইসমাইল হোসেন প্রমুখ।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ ও হিন্দুধর্মাবলীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. রুহুল আমিন। গতকাল বুধবার বিকেলে ৩টা থেকে দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজার, বোয়ালিয়া বাজার, দোস্ত বাজারে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সাথে গণসংযোগ শেষে নেহালপুর হালদারপাড়ায় হিন্দুধর্মাবলীদের সাথে মতবিনিময় করেন।