দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের রোজিনা দুই কেজি গাঁজাসহ আটক

 

স্টাফ রিপোর্টার: দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের রোজিনা খাতুনকে দুই কেজি গাঁজাসহ আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়। গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছ। আটককৃত রোজিনা খাতুন (২৩) দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের মেয়ে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে এক নারী মাদককারবারী দর্শনা থেকে বাসযোগে গাঁজাসহ চুয়াডাঙ্গার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শেখ হাদীউজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পুলিশ লাইনের সামনে অভিযান চালান। এ সময় একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালিয়ে আটক করা রোজিনা খাতুনকে। তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় দুই কেজি গাঁজা। গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

Comments (0)
Add Comment