দর্শনা আজমপুরের সজিব ফেনসিডিলসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: দর্শনা পৌর এলাকা আজমপুরের সজিব হোসেনকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে নোহালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই সাথে পুলিশ জব্দ করেছে মাদকের কাজে ব্যবহৃত পিকাপভ্যান।
দর্শনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই ছগির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে নেহালপুর পশ্চিমপাড়ার ফাঁকা মাঠে অভিয়ান চালান। এ সময় মাঠের পাকা রাস্তার ওপর থেকে একটি পিকাপভ্যানকে থামিয়ে তল্লাশি করেন। পিকাপভ্যান তল্লাশি করে উদ্ধার করে ৮০ বোতল ফেনসিডিল। সেই সাথে গ্রেফতার করেন দর্শনা পৌর এলাকার আজমপুর গ্রামের রবিউল হোসেনের ছেলে সজিব হোসেনকে (২৩)। পুলিশ মাদক কাজে বহনকারী পিকাপভ্যানটিও জব্দ করে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের পূর্বক মালামালসহ গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।