দর্শনা অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌরসভার ১নং ওয়ার্ড শাখার সাধারণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব দর্শনা দক্ষিণচাঁদপুরস্থ তানজিল এন্টারপ্রাইজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড জামায়াতের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মেহেদী হাসানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য মাওলানা আবু জার গিফারী। সভায় আরো বক্তব্য রাখেন দর্শনা থানা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম, দর্শনা পৌর জামায়াতের আমির সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম জাহিদ, যুব নেতা তানজিল হুসাইন, বায়তুল মালের সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন প্রবীন আলেম ও সাবেক থানা আমির মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি মাওলানা গিফারী তার বক্তব্যে বলেন, ইসলাম একমাত্র মানবতার মুক্তির গ্যারান্টি দিয়েছে। আজ অপপ্রচার করা হয় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। ইসলাম ক্ষমতায় এলে কোন মূলা চোর কলা চোরের হাত কাটবেনা বরং তাদের সম্মানজনক আয়ের ব্যবস্থা করবে। আর হাত কাটবে যারা কলমের খোঁচায় দেশের কোটি টাকা আত্মসাৎ করে। ইসলাম ক্ষমতায় এলে চুরি বন্ধ হবে, জিনা বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, দেশের টাকা বিদেশে যাবেনা, খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হবে। ইসলামী রাষ্ট্রের বাস্তব উদহারণ খোলাফায়ে রাশেদার জীবনী পড়ে দেখুুন, যেখানে ন্যায়নীতির কারণে বিচার প্রার্থী খুঁজে পাওয়া যেতনা। ইসলাম প্রতিষ্ঠা হলে নারী তার মর্যাদা পাবে, কৃষকতার ফসলের নায্য মূল্য পাবে, মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে। মানুষের কল্যাণ একমাত্র আল্লাহর আইন ছাড়া আর কেউ দিতে পারেনা। তিনি আগামী দিনের আন্দোলনে সকলকে শরীক হবার আহ্বান জানান। সভাশেষে দর্শনা দক্ষিণচাঁদপুর ওয়ার্ডে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী ও আগস্ট বিপ্লবের শহীদদের জন্য দোয়া করা হয়।