দর্শনা অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা শাখার যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডস্থ ইসলামী পাঠাগার প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর, দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন দর্শনা থানা যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। দর্শনা থানা জামায়াতের আমীর মাওলানা রেজাউল ইসলামের দরসে কুরআনের পর বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা থানা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল আলম আপু, সেক্রেটারি দবির হোসেন, জামায়াতে নেতা কবির শাহ, দর্শনা পৌর যুব জামায়াতের সভাপতি গোলাম সরোয়ার, বায়তুল মালের সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। সভায় দর্শনা থানার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার যুববিভাগের সভাপতি ও সেক্রেটারি অংশগ্রহণ করে।
প্রধান অতিথি জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান যুববিভাগের সদস্যদের উদ্দ্যেশ্যে বলেন, অন্য দলের এত সুযোগ সুবিধা নগদ টাকা পয়সা, দুনিয়া ভোগের রকমারী উপকরণ ফেলে ইসলামী আন্দোলনে আপনারা যারা এসেছেন আল্লাহতায়ালা কিয়ামতের দিন তাদের জন্য বিরাট পুরস্কারের ঘোষণা কোরআনের মধ্যে দিয়েছেন। আর যারা মুখ ফিরিয়ে নিয়েছে তারা সেদিন আফসোস করতে থাকবে। সেদিন আখেরাতের উপকরণ থেকে তারা বঞ্চিত হবে। যুবকদের জীবন গড়ার জন্য বেশী বেশী কোরআন, হাদীস ও ইসলামী সাহিত্য অধ্যায়ন করতে হবে। আগামী দিনের ইসলামী আন্দোলনকে বেগবান করতে বাস্তবজীবনে ইসলামী অনুশাসন মেনে চলার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।