দর্শনায় কেরুজ তৈয়ব সংগঠনের কর্মীসভা অনুষ্ঠিত

দর্শনা অফিস: কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী মাসের শুরুর দিকে। এ নির্বাচনকে ঘিরে জাক-জমকপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে কেরুজ আঙিনায়। প্রতি সন্ধ্যায় কোনো না কোনো সংগঠনের কর্মীসভা রয়েছে অব্যাহত। গতকাল বুধবার সন্ধ্যায় তৈয়ব সংগঠনের অনুষ্ঠিত কর্মীসভায় বক্তারা বলেন, এবারের নির্বাচনে তৈয়ব আলীকে ভোট দিয়ে নির্বাচিত করা হবে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কেরুজ চিনি কারখানা ও ডিস্টিলারি রক্ষায়, শ্রমিক স্বার্থে রাজপথে থাকা লড়াকু সৈনিক তৈয়ব আলীর কোনো বিকল্প নেই। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ৩ বারের নির্বাচিত সভাপতি তৈয়ব আলীর বিজয় নিশ্চিত করি। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কর্ণধর তৈয়ব আলী। কেরুজ শ্রমিক আবুল কাশেমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রমিকনেতা ওমর ফারুক, আব্বাস আলী, আবুল কাশেম, সাইফুদ্দিন সুমন, আনিসুর রহমান, আব্দুর রাজ্জাক ও সুইফ ড্রাইভার। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হাফিজুল ইসলাম। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়াসির আরাফাত মিলন।