দর্শনায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়েছে। এ অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দুই মাদক কারবারিকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নির্দেশে এসআই মাসুদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর মসজিদপাড়ায়। পুলিশ ওই পাড়ার শুকুর আলীর ছেলে মনিরুল ইসলাম মনাকে (৪০) গ্রেফতার করে। মনার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। এছাড়া সন্ধ্যা ৬টার দিকে পুলিশের একই দল অভিযান চালিয়ে কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা স্কুলপাড়ার খোদা বক্সের ছেলে সেলিম হোসেনকে (৩৮) গ্রেফতার করে। গ্রেফতারকৃত সেলিমের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধারের তথ্য দেয়া হয়েছে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে। পৃথক দুটি অভিযানে গ্রেফতারকৃত মনা ও সেলিমের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।