দর্শনা অফিস: দর্শনা রেলবাজারের আল-আমিন ফার্মেসিতে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ফোনে চাঁদা দাবি করা হয়েছে। কলদাতাকে শনাক্ত করে তার বিরুদ্ধে থানায় করা হয়েছে অভিযোগ। গত সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আল-আমিন ফার্মেসিতে থেকে তাদের মোবাইল নাম্বার নিয়ে যান দর্শনা মোহাম্মদপুরের মৃত আরমান আলী ওরফে বড় মিয়ার ছেলে একাধিক চুরির ঘটনায় জড়িত আলমগীর। কিছুক্ষণ পরেই ০৯৬৯৬৫২৭০০৯৪ নাম্বার থেকে ফোন আসে আলামিনের কাছে। ফোনে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের সহাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল আহম্মেদ বলে পরিচয় দিয়ে বলা হয় আমরা আগামীকাল মঙ্গলবার দর্শনায় ৭টি ফার্মেসিতে অভিযান চালাবো। আমাদের তালিকায় আপনার ফার্মেসির নাম রয়েছে চার নাম্বারে। আমার শ্বশুরবাড়ি দর্শনায় হওয়ার সুবাধে আমি আপনাকে চিনি। তাই আপনার ক্ষতি হতে দেব না। সে জন্য আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটের গোপন নাম্বার দিচ্ছি সে নাম্বারে ২ হাজার টাকা বিকাশ করে দেন। আমি তালিকা থেকে আপনার নাম কেটে দিচ্ছি। এ বিষয়ে আলামিন ফার্মেসির মালিক আলামিন সাথে সাথে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবিরকে প্রায় ৭ মিনিটের অডিও কল রেকর্ড শোনান।
এ ঘটনায় দর্শনা থানার ওসি লুৎফুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার কাছে মৌখিক অভিযোগ করেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, আমি অডিও ক্লিপটি শুনেছি এবং সাথে সাথে দর্শনা থানার ওসির কাছে বিষয়টি আইনগত পদক্ষেপ নিতে বলেছি। তিনি আরও বলেন, এ ধরনের প্রতারণা করে যারা মোবাইল ফোনে আমাদের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে আপনারা মোবাইলে অথবা বিকাশে টাকা দেবেন না। যতই ভয় ভীতি দেখাক আপনার ভীত না হয়ে সাথে সাথে পুলিশকে জানান।