দর্শনায় আইবিডব্লিউএফ’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শহিদুল

সৎ ভাবে ব্যবসা করবো আমার ভবিষ্যত আমি গড়বো

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বি-বার্ষিক জেলা কাউন্সিল ও ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম’আ দর্শনা অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আইবিডব্লিউএফ’র সভাপতি ও বিশিষ্ট অর্থনীতিবীদ মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় এমসি সদস্য আমিনুর রহমান, যশোর-কুষ্টিয়া জোনের সভাপতি আব্দুল মতিন, চুয়াডাঙ্গা জোনের প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন। এছাড়াও বক্তব্য দেন শফিকুল ইসলাম, আজিজুল ইসলাম, আবুল বাশার, মাসুম বিল্লাহ, শাহাজাহান, বিল্লাল হোসেন, গোলাম রহমান বাবলু, এমদাদুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘সৎভাবে ব্যবসা করবো, নিজের ভবিষ্যৎ নিজে গড়বো।’ ব্যবসায় আমার অসততার কারণে উপার্জিত অর্থে প্রতিপালিত সন্তানাদি কাল হাশরের ময়দানে সবাই যখন পার হয়ে যাবে আমি তখন যেন আল্লাহর দরবারে আসামি হয়ে আটকে না যাই। তিনি ব্যবসায়ীক পলিসি সম্পর্কে বিভিন্ন নির্দেশনামূলক উপাত্ত উপস্থাপন করেন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন বলেন, ব্যবসায়ীদের তাদের ব্যবসাকে ইবাদত হিসেবে মনে করে সততার মাধ্যমে মানুষের সেবা করার আহ্বান জানান। দ্বি-বার্ষিক জেলা কাউন্সিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ্ব ছাড়াও জেলার সকল প্রান্তের প্রায় ৫শতাধিক ব্যবসায়ী অংশ গ্রহণ করেন।