দর্শনার মদনায় শাশুড়ির কামড়ে আঙ্গুল হারালেন জামাই

দর্শনা অফিস: ঈদের দাওয়াতকে কেন্দ্র করে শাশুড়ি-জামাইয়ের দ্বন্দ্বের জেরে আঙ্গুল হারালেন আনারুল। দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা দক্ষিণপাড়ার নাসির উদ্দিনের ছেলে আনারুল ইসলাম বছর দেড়েক আগে বিয়ে করেন একই পাড়ার আয়নাল আলীর মেয়েকে। গত বুধবার বেলা ১১টার দিকে আনারুল শ্বশুরবাড়ি গেলে ঈদ নিমন্ত্রণ না দেয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সময় শ্বশুর, শাশুড়ি ও শ্যালক চেপে ধরে আনারুলকে। আনারুল অভিযোগ করে বলেন, তার শাশুড়ি গোলে বানু কামড় বসিয়ে দেন জামাতা আনারুলের বাম হাতের মাঝখানের আঙ্গুলে। এক কামড়ে আঙ্গুল কেটে পরে যায়। দ্রুত আনারুলকে স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আনারুল দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।