স্টাফ রিপোর্টার: তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গায় খেলার মাঠ পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভিজে স্কুল (চাঁনমারি) মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার, নেজারাত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাইফুল ইসলাম সাইফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, মুখ্য সংগঠক সজীব আহাম্মেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন খান, জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, সহকারী পরিচালক আবু তালেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।
জিরো ওয়েস্ট বিগ্রেড চুয়াডাঙ্গার আয়োজনে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ সেøাগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ আয়োজনের উদ্বোধন করা হয়। আয়োজনের অংশ হিসেবে উপস্থিত সকলে মিলে চুয়াডাঙ্গা ভিজে স্কুল (চাঁনমারী) মাঠের আবর্জনা পরিষ্কার করা হয়। এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে চুয়াডাঙ্গার সকল খেলার মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করে তারুণ্যের জয়যাত্রাকে আরো বেগবান করা হবে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধকরণের সচেতনতামূলক কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
তারুণ্যের উৎসব উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ওয়াকথন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ওয়াকথন প্রতিযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ-তরুণীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। চুয়াডাঙ্গা শিশু সদনের শিক্ষার্থীদের বাজানো ব্যান্ডের তালে তালে এ ওয়াকথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে অকথন প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান ও বৈষম্য বিরোধী আন্দোলনের চুয়াডাঙ্গা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক। শ্বেত কবুতর অবমুক্ত করণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিকতায় যোগ হয় নতুন মাত্রা। জমকালো আয়োজনে অনুষ্ঠিত ওয়াকথন প্রতিযোগিতায় তরুণ ও তরুণীদের জন্য আলাদা-আলাদা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (পিপিএম সেবা)। এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম ও মুখ্য সংগঠক সজীব আহম্মেদ। ওয়াকথন প্রতিযোগিতা পরিচালনা করেন সাংবাদিক ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন ও সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু। এছাড়া ওয়াকথন প্রতিযোগিতাটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট সাকিব বিশ্বাসসহ রোভার সদস্য ও গার্লস গাইড সদস্যগণ।