দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের আয়োজনে অধ্যক্ষ মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষানুরাগী মো. রফিকুল হাসান তনু। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন উপাধ্যক্ষ মো. জিন্নাত আলী, সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমান, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমান মিজান। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারক প্যানেলে ছিলেন আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের পৌরনীতি বিভাগের প্রভাষক মো. জাকির হোসেন ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মিল্টন কুমার সাহা।