তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় ‘সেমিনার ও ক্যাম্পেইন’ উপ-কমিটির প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় ‘সেমিনার ও ক্যাম্পেইন’ উপ-কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেমিনার ও ক্যাম্পেইন উপ-কমিটির আহ্বায়ক নয়ন কুমার রাজবংশী। তিনি বলেন, তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সেমিনার ও ক্যাম্পেইন কর্মসূচির এ আয়োজন আমার একার পক্ষে কিংবা আমাদের কয়েকজনের পক্ষে সম্ভব না। সকলের সম্মিলিত প্রচেষ্টা যে কোন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। আমরা সকলে যে যার স্থান থেকে সর্বোচ্চটা দিতে চেষ্টা করবো। যদি আমরা নিজের কাজ মনে করে সবদিক খেয়াল রাখি তবেই এ অনুষ্ঠানটির সাফল্য আসবে। সভায় তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ, ফ্রন্টিয়ার টেকনোলজি, প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার, কিশোর-কিশোরীদের পুষ্টি, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য-সেবা ক্যাম্পেইন এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতা সেমিনার আয়োজনে করণীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ, সহকারী কমিশনার আব্দুর রহমান, সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হাসান, সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক রুবেল হোসেন, সিভিল সার্জন অফিসের এমওডিসি ডা. শামীমা ইয়াসমিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, জেলা শিক্ষা অফিসার (অ.দা.) দিল আরা চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন সেলিনা আজহার, প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, জেলা তথ্য অফিসার শিল্পী ম-ল, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, যুগ্ম-আহ্বায়ক সিরাজাম মুনীরা, যুগ্ম-সদস্য সচিব রনি বিশ্বাস, সদস্য মাহাবুবুল ইসলাম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সিনিয়র প্রশাসক শাফিউল কবীর, আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার অলোক বসু, ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, আত্মবিশ্বাসের জনসংযোগ কর্মকর্তা নাহিদ ফাতেমা তামান্না, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সহ-সমন্বয়কারী আরিফুর রহমান প্রমুখ।