স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা তথ্য অফিসের উদ্যোগে দামুড়হুদা ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় জনসচেতনতামূলক নারী সমাবেশে সভাপতিত্ব করেন দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার রমজান আলী। অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- ও সেবাসমূহ তুলে ধরেন এবং এসব সেবা গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। বিশেষত শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে মায়েদের প্রতি আহবান জানান। পাশাপাশি কোন ধরণের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।