স্টাফ রিপোর্টার: মাদকবিরোধী অভিযান চালিয়ে ঝিনাইদহের কোটচাঁদুপরে যাত্রীবাহী ট্রেন থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ এক কেজি ১২৫ গ্রাম। গত পরশু বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে এ অভিযান চালায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান চালায় বিজিবি। এ সময় ট্রেনের ‘ঙ’ নম্বর বগি থেকে এক কেজি ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। জানা গেছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা। উদ্ধার হওয়া এসব হেরোইন বিজিবির তত্ত্বাবধানে জমা রাখা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে তা নষ্ট করা হবে বলে জানিয়েছে বিজিবি।