ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ করেছে ৫৮ বর্ডার গার্ড বিজিবি। গতকাল মঙ্গলবার বিভিন্ন সময়ে মাটিলা, শ্রীনাথপুর ও পলিয়ানপুর থেকে ভারতীয় মদ ও নাগরিককে আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/২২-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের বাঁশ বাগানের মধ্যে থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি বিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যর সিজার মূল্য সত্তর হাজার পাঁচশত টাকা। তিনি আরও বলেন, শ্রীনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/৮-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মো. রফিকুলের আমবাগানের সামনে রাস্তার ওপর থেকে আসামিবিহীন ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যর জব্দকৃতমূল্য ৫১ হাজার টাকা। বিজিবি কর্মকর্তা বলেন, পলিয়ানপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে একজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ও জব্দ মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।