ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নির্মাণাধীন চালকলে প্রায় ৪০ ফুট উচ্চতায় আটকে পড়া অসুস্থ শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বাহিনীর ফায়ার ফাইটাররা। প্রায় আধা ঘন্টার শ^াসরুদ্ধকর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়া হয়। অসুস্থ শ্রমিকের নাম মো. শহিদ আলী (৫৫)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শষা গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। রোববার বিকেল ৪টার দিকে ঝিনাইদহ শহরের অদূরে সাদমান অটো রাইচ মিলের পাসে নির্মাণাধীন স্টিল স্ট্রাকচার ভবনের ২য় তলার ওপরে অন্যদের সাথে কাজ করছিল শহিদ আলী। হঠাৎ জ্ঞান হারিয়ে স্টিলের সাথে আটকা পড়েন তিনি। এ সময় খবর দেয়া হয় ঝিনাইদহ ফায়ার সার্ভিস অফিসে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সুমন আলীর নেতৃত্বে ফায়ার ফাইটার মো. মামুনুর রশিদের বিচক্ষণ ও সাহসিকতার সঙ্গে শহিদকে উদ্ধার করে। অভিযান দেখতে তখন এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মামুনুর রশিদ জানান, চল্লিশ পুট উচ্চতা থেকে তাকে নামানোর কোন উপায় ছিল না। এ সময় স্টেশন অফিসার সুমন আলীর নেতৃত্বে একটি মই ব্যবহার করে ওপরে উঠে পড়ি। ঝুঁকি থাকলেও অন্য আরো সহযোগী ফায়ার ফাইটারদের সহযোগিতায় তাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সুমন আলী জানান, অভিযানটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। সামান্য ভুল সিদ্ধান্তে ভিকটিমের পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল।