ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় চরমপন্থি নেতাসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় তোফাজ্জেল হোসেন নামে আরও একজনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলার শিংনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার তোফাজ্জেল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর গ্রামের জবান আলী মন্ডলের ছেলে। এ নিয়ে ওই ঘটনায় তিন জনকে আটক করলো র্যাব। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ বলেন, ‘আটককৃত তোফাজ্জেল হোসেনকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।’ গত ২১ ফেব্রুয়ারি রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা আব্দুল হানিফ, তার শ্যালক লিটন হোসেন ও রাইসুল ইসলামকে। ওই রাতেই হত্যার দায় স্বীকার করে চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু পরিচয়ে গণমাধ্যমকর্মীদের কাছে বার্তা পাঠানো হয়। যদিও এ বার্তা নিয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়। নিহত হানেফ আলীর ভাই ও হরিণাকু-ু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুর রহমান শৈলকুপা থানায় অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় ২৫ ফেব্রুয়ারি আবু সাঈদ ও আনারুল ইসলাম ওরফে রাজ নামের দুজনকে হত্যাকা-ে জড়িত সন্দেহে আটক করে র্যাব।