ঝিনাইদহে শ্রমিক মারধরের ঘটনায় ঘন্টাব্যাপী অবরোধ : দুর্ভোগ চরমে

 

ঝিনাইদহ প্রতিনিধি: বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে ঝিনাইদহে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ঝিনাইদহের সকল রুটে যান চলাচল বন্ধ ছিল। শ্রমিকরা জানান, বুধবার বিকেলে শহরের পুরাতন হাটখোলা স্ট্যান্ডে একটি বাসের সুপারভাইজারকে মারধর করে ইজিবাইক চালকরা। এরই প্রতিবাদে সকালে শহরের চুয়াডাঙ্গা ও আরাপপুর বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা, ঝিনাইদহ-কুষ্টিয়াসহ ৪ রুটে যানচলাচল। ভোগান্তীতে পড়ে সড়কে চলাচলকারীরা। পরে পুলিশ এসে বিষয়টি তদন্ত করে দোষীকে গ্রেফতারের আশ^াস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

Comments (0)
Add Comment